ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল। তবে কেউ জেতেনি এই ম্যাচে। কেউ হারেওনি।শেষ হয়েছে ম্যাচটি ১-১ গোলের সমতা নিয়েই।
মোহাম্মদ সালাহ এগিয়ে নিয়েছিলেন লিভারপুলকে ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে। গোল করে সমতা ফেরান আধাঘণ্টার মাথায় ম্যানসিটির গ্যাব্রিয়েল জেসাস। শেষ হয় ম্যাচ এই সমতা নিয়েই। যদিও ম্যানসিটি ৪০ মিনিটে পেনাল্টি পেয়েছিল। কিন্তু কেভিন ডি ব্রুইন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পেপ গার্দিওলার শিষ্যদের তাতে ঘরের মাঠে জয়ও পাওয়া হয়নি। পেনাল্টি পায় লিভারপুল ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই। এ সময় সাদিও ম্যানসিটির কাইল ওয়াকার মানেকে বক্সের মধ্যে অনিচ্ছাকৃতভাবে ফাউল করে বসেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কাঙ্খিত গোল বিশ্বস্ত সালাহ’র পা থেকে আসে।
গোল শোধের সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং ২৫ মিনিটের মাথায়। কিন্তু অ্যালিসন তার নেওয়া শট ধরে ফেলেন। তবে দারুণ এক গোলে সমতা ফেরান জেসাস ৩১ মিনিটে।পেনাল্টি পায় ম্যানসিটি ৪০ মিনিটে। এ সময় লিভারপুলের জো গোমেজের বাহুতে লাগে ডি ব্রুইনের ক্রস।পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি ভিএআর এর সহায়তায়। কিন্তু সিটির দুর্ভাগ্য।ডি ব্রুইন পেনাল্টি থেকে গোল করতে পারেননি। তাতে শেষ হয় প্রথমার্ধ ১-১ গোলের সমতা নিয়ে। এই সমতা দ্বিতীয়ার্ধেও ভাঙেনি। এর ফলে অবশ্য হাতছাড়া হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার যে সুযোগ লিভারপুলের সামনে ছিল সেটি।তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে। ম্যানসিটি রয়েছে দশম স্থানে ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে।