কিছু প্রতিষ্ঠান বাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহ করার নামে প্রতারণা করে চলছে।রাজধানীবাসী নামসর্বস্ব গৃহকর্মী সরবরাহ প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছে। একথা বলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার (০৪ অক্টোবর) ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে।
রায়ে আদালত দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পর্যবেক্ষণে বিচারক বলেন, তাদের কার্যক্রমের পরিকল্পনা করে সম্প্রতি রাজধানীতে গৃহকর্মী সেজে প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে। মূলত অভিজাত এলাকাগুলোকে টার্গেট করে এসব প্রতারকচক্র। প্রতারকরা বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রুপে বাসায় ও মেসে কাজ করার নামে সুযোগ বুঝে কৌশলে টাকা-পয়সা-মোবাইল-ঘড়ি-স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস চুরিসহ পরিবারের সদস্যদের অজ্ঞান বা হত্যা করে মালামাল নিয়ে চম্পট দেয়। পালিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে সম্প্রতি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাসা থেকে গৃহকর্মীদের স্বর্ণালংকার বা মূল্যবান মোবাইল ফোন, নগদ টাকা-পয়সাসহ মালামাল নিয়ে। একজন দলনেতা থাকে প্রতারক চক্রে কয়েকজন সদস্যসহ। দলনেতা প্রত্যেক সদস্যকে বাসা নির্দিষ্ট করে দেয়। দলনেতাকে দিতে হয় প্রতারণা করে পাওয়া জিনিসপত্র বিক্রির টাকার একটি নির্দিষ্ট অংশ।
বিচারক বলেন, প্রতারকচক্রটি ফ্যামিলি বাসার সদস্যদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে বা শ্বাসরোধ করে হত্যা করে। কিছু প্রতিষ্ঠানবাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহ করার নামে প্রতারণা করে চলছে। রাজধানীবাসী নামসর্বস্ব ওইসব গৃহকর্মী সরবরা হ প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে হয়রানীর শিকার হচ্ছে। দারোয়ানের বা অন্যান্য লোকজনের চোখ এড়িয়ে ময়লার বালতি বা ব্যাগে বা বোরখা পরে বাসার মূল্যবান মোবাইল ফোন বা স্বর্ণালংকার বা নগদ টাকা-পয়সাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। এ বিষয়ে সচেতন ও সতর্ক হওয়া খুবই জরুরি রাজধানীসহ অন্যান্য জেলার বাসিন্দাদের।