করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে ক্রিকেটার সাকিব আল হাসানের। তবে মাহমুদউল্লাহ রিয়াদ দুঃসংবাদ পেয়েছেন। করোনা পজিটিভ হয়েছেন তিনি। হোয়াটসঅ্যাপ বার্তায় জাতীয় দলের স্পিন অলরাউন্ডার করোনা টেস্টের ফল নিশ্চিত করেছেন।
কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব শুক্রবার ভোর রাত ২টায়। বিশ্বসেরা অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে এসেছেন। তার নিয়ম অনুযায়ী এখানেও টেস্টের আগে কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু গুলশানে একটি সুপারশপ উদ্বোধনে সেদিন সকালে ১১টার পর সাকিবকে দেখা যায়।
সাকিব শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন। বিশ্বসেরা অলরাউন্ডার রাতেই করোনা নেগেটিভ ফল পেয়ে যান। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার ভেতরে সাকিবের ফিটনেস টেস্ট হবে।
পাকিস্তানে যাওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের আগে ধাক্কা খেলেন। তিনি করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন। পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই। আইসোলেশনে মাহমুদউল্লাহকে থাকতে হচ্ছে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান।