মোহাম্মদ আশরাফুল বরিশাল বিভাগের স্কোরবোর্ড দেখে আফসোস করছেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে তার দল অল আউট মাত্র ৮২ রানে জাতীয় ক্রিকেট লিগের। কিছুটা হলেও রান বাড়ত তিনি থাকলে! করোনা পজিটিভের ফল পাওয়ায় আজ তার মাঠে নামা হয়নি রোববার। তবে একদিনের ব্যবধানে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তাইতো আফসোসে পুড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। রাতের মধ্যে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ সকালে মাঠে নামতে পারতেন। কিছুটা হলেও হাল ধরতে পারতেন দলের ব্যাটিং বিপর্যয়ে।
তিনি মুঠোফোনে বলেন রিপোর্ট পেয়েছি, সকাল ১১টার পর। নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। রাতে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ ম্যাচ খেলা যেত। অবশ্যই এখন কিছু করার নেই। আবার মাঠে নামবো তৃতীয় রাউন্ডে।
আশরাফুলের করোনার কোনো উপসর্গ ছিল না। প্রথম রিপোর্টটি ভুল এসেছিল বিশ্বাস ছিল। এ জন্য নিজের ব্যবস্থায় দ্বিতীয় টেস্ট করান। তিনি সন্তুষ্ট সেই রিপোর্টের ফলে। তিনি মিরপুরের হোটেলের প্রিন্সে আইসোলেশনে ছিলেন। সকালে চেক আউট করে গিয়েছেন বিকেএসপিতে। তিন রাউন্ডের জন্য প্রস্তুতি নেবেন সেখানে দলের সঙ্গে থেকে। ব্যাট হাতে ভালো করতে পারেননি প্রথম রাউন্ডে মাঠে নামলেও। প্রথম ইনিংসে ৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১ রান করেছিলেন।