করোনার টিকা আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। তিনি শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেছেন, দেশে আমদানি করা নিষিদ্ধ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের টিকা। আমি এটি কর্মকর্তাদের বলেছি এবং এখন আমি এটি জনসম্মুখে বলছি। এগুলোর ওপর আমার কোনো আস্থা নেই। কখনও কখনও এরা অন্যদেশের ওপর টিকা পরীক্ষা চালায়। আমেরিকানরা যদি টিকা উৎপাদনে সক্ষমই হতো তাহলে তাদের দেশে করোনাভাইরাসে এই বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হতো না।
ইরান মধ্যপ্রাচ্যে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার হচ্ছে। গত মাসে দেশটির নিজস্ব টিকার ট্রায়াল শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই টিকা ইরানকে মহামারির বিরুদ্ধে লড়তে সহযোগিতা করবে। তার খামেনি ভাষণে ইরানের নিজস্ব টিকার প্রশংসা করেন। তিনি জানান একই সঙ্গে, তেহরান চাইলে অন্য কোনো দেশ থেকেও টিকা আমদানি করতে পারবে। তিনি তবে সেসব দেশের নাম উল্লেখ করেননি।