সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করোনায় আক্রান্ত হয়ে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে।
এ তথ্য নিশ্চিত করেছেন, এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ। জানা গেছে পারিবারিক সূত্রে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি ঢাকা যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করেন ৭ মার্চ। সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এর আগে গত ৮ মার্চ সকালে। তার পজিটিভ রিপোর্ট আসে বিকেলে। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তিনি করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এক শোক বার্তায়।