শনিবার দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ৪৮ ঘণ্টা না পেরুতেই । কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পটির কেন্দ্র ছিল গিসবর্ন শহরের পূর্ব উপকূলে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
গত শুক্রবার প্রথম প্রহরে দেশটির নর্থ আইল্যান্ডে ৭ দশমিক ৩ ভূকম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে সতর্কতা প্রত্যাহার করা হয়। কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ ওই ঘটনায়।