দেশের চারটি বিভাগে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন শুরু হয়েছে। খুলনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল লিগ শুরুর প্রথম দিন করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ভেন্যুর দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-সিলেট প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয় সোমবার (২২ মার্চ)। গতকাল ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করা হয় এই খেলার জন্য। আজ ফল আসলে দেখা যায় রিজার্ভ আম্পায়ার সাইফুল করোনা পজিটিভ।
বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বলেন, যথাযথ প্রটোকল মেনে আইসোলশনে নেয়া হয়েছে তাকে। আজ আবারও তার নমুনা নেয়া হয়। পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী করনীয় ঠিক করা হবে।
মাঠে যোগ দিয়েছেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি সাইফুলের পরিবর্তে নতুন করে দায়িত্ব পালন করার জন্য।