গত সাত মাসের মধ্যে বৃহস্পতিবার করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে চীনে। দেশটিতে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে ২৪ ঘণ্টায়। ৮০ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন এদের মধ্যে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ৫৪টি লক্ষণবিহীন সংক্রমণ রেকর্ড করা হয়েছে ১২৬ জন ছাড়াও। চীনা কর্তৃপক্ষ পৃথকভাবে রেকর্ড করে থাকে এই লক্ষণবিহীন সংক্রমণকে।
শনাক্ত হওয়া অধিকাংশই জিয়াংসু প্রদেশের বাসিন্দা বৃহস্পতিবার। গত মাসে প্রথম করোনা শনাক্ত হয়েছিল এই প্রদেশেরই নানজিং বিমানবন্দরের কর্মীদের মধ্যে। এরপর থেকে কর্তৃপক্ষ জিংয়াংসু লকডাউন ঘোষণা করে। জানিয়েছে কর্তৃপক্ষ, করোনার নতুন প্রাদুর্ভাবটি জটিল, কিন্তু সাধারণভাবে নিয়ন্ত্রণযোগ্য।
জাতীয় স্বাস্থ্য কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হি কুইনহুয়া বলেছেন, বিভিন্ন প্রতিরোধক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়ন করলে, আমি মনে করি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে স্থানীয় কর্তৃপক্ষ।