ব্যক্তিগত ১২০ শতাংশ (এক একর ২০ শতাংশ) জমি দিয়েছেন নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী নোয়াখালীর কবিরহাট উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য। রেজিস্ট্রি করে ওয়াকফের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য তিনি এ জায়গা দান করেন রোববার (১৩ ডিসেম্বর)।
ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালী জেলার উপ-পরিচালক মো. রেজাউল হায়দার জমির কাগজপত্র তিনি বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান, সাব-রেজিস্টার-তানিয়া তাহের, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই নম্বর সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন রুমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্পে ৮ হাজার ৭২২ কেটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়।
মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয় ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২০ সালের ডিসেম্বর। সংশোধিত অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন। নির্ধারণ করা হয় জেলা পর্যায়ে চার তলা ও উপজেলার জন্য তিন তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মাণের জন্য। এ জমি দান করলেন একরামুল করিম চৌধুরী নিজ জন্মস্থান নোয়াখালী কবিরহাট উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য নিজস্ব জমি থেকে।