একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও ওয়াশিংটন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও সংযোগ স্থাপনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য জানানো হয়েছে শনিবার (২৭ ফেব্রুয়ারি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জন কেরি শুক্রবার (২৬ ফেব্রয়ারি)।
উভয়পক্ষ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন বৈঠকে। ওয়াশিংটনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়াদানে বাংলাদেশকে স্বীকৃতি দেন। ফেরত আসার বিষয়টিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রের প্যারিস জলবায়ু চুক্তিতে। জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রশমন, অভিযোজন ও স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের বিষয়টি জন কেরিকে জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
ড. মোমেন ওয়াশিংটনের জলবায়ু বিষয়ক উপদেষ্টাকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। তিনি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন একইসঙ্গে।
জন কেরি আন্তর্জাতিক অর্থায়ন প্রতিষ্ঠাগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি এ ইস্যুটি সবার জন্য গুরত্বপূর্ণ নিরাপত্তার বিষয় হওয়া উচিত বলে মত প্রকাশ করেন বৈঠকে। একসঙ্গে কাজ করাও প্রত্যয় ব্যক্ত করেন মোমেন ও কেরি কোপ-২৬ প্লাটফর্ম এবং বহুপক্ষীয় প্লাটফর্মে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতেই এই সফর মূলত ওয়াশিংটনের নতুন সরকারের সঙ্গে।