শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অটোপাসের সিদ্ধান্ত নেওয়ায় আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আইন সংশোধনের এক সপ্তাহের মধ্যেই। সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই তথ্য জানান মঙ্গলবার (২৯ ডিসেম্বর)। শিক্ষামন্ত্রী বলেন, এই আইন সংশোধন করা হবে শিগগিরই।
জানানো হয়েছিল এর আগে চলতি ডিসেম্বরের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে। তবে নীতিমালা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চলতি মাসে সে ফল প্রকাশ সম্ভব হবে না বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষায় সব পরীক্ষার্থীকে অটোপাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরই আলোকে ফল তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি করা হয়। মন্ত্রণালয়ে পাঠায় তারা একটি গাইডলাইন তৈরি করে। নীতিমালা করে ফল প্রকাশ করার কথা রয়েছে এর ওপর ভিত্তি করে। তবে সেটি পিছিয়ে গেছে শিক্ষামন্ত্রীর অনুমোদন না পাওয়ায়।