চলতি মাসে উপবৃত্তির টাকা পৌঁছে যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে। শিক্ষার্থীদের জানুয়ারি থেকে মার্চ মাসের উপবৃত্তিসহ ২০২১ সালের শিক্ষা উপকরণ কেনার ভাতা দেওয়া হবে এপ্রিল মাসে। এ বিষয়ে জানতে চাইলে সরকারের উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক অতিরিক্ত সচিব ইউসুফ আলী বলেন, জানুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত টাকা পাঠানো হয়েছে মঙ্গলবার (১৩ এপ্রিল)। এপ্রিলের মধ্যে প্রায় ১ কোটি মায়ের হাতে নগদের মাধ্যমে এ টাকা পৌঁছে যাবে।
জানা গেছে, প্রাথমিকের উপবৃত্তি বিতরণের এই প্রকল্প বন্ধ ছিল প্রায় এক বছর করোনার মধ্যে। পরে গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডেটাবেজ তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, প্রাথমিকের উপবৃত্তি বিতরণে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ডিসেম্বরে। আরেক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘শিওর ক্যাশ’ এর মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ করত সরকার গত কয়েক বছর ধরে। এতে প্রতি হাজার টাকার উপবৃত্তি বিতরণে সাড়ে ২১ টাকা সার্ভিস চার্জ এবং ক্যাশ-আউট চার্জ লাগত। নগদে প্রতি হাজারে সরকারের লাগছে ৭ টাকা এখন সব মিলিয়ে।