শনিবার উতরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টের আস্থা ভোটে। এর মধ্য দিয়ে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে বিরাজ করা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইমরানের ৩৪২ আসনের পার্লামেন্টে ১৭২ ভোট প্রয়োজন ছিল আস্থা ভোটে জেতার জন্য। তবে তিনি ১৭৮ ভোট পেয়েছেন।
সিনেটের নির্বাচনে ইমরান খান সরকারের অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শাইখ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে পরাজিত হন গত বুধবার। বিরোধীরা ইমরান খানের পদত্যাগ দাবি করেন এর পরপরই। বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট অংশগ্রহণ করেনি শনিবারের আস্থা ভোটে । এর ফলে প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত করা ইমরানের জন্য সহজ হয়ে যায়।