বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হামলার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা বহিরাগত কর্তৃক ইন্টার্ন চিকিৎসকদের ওপর।
নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল হক ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার সত্যতা। মেডিকেল কলেজে ছাত্রলীগের দুইগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, ছাত্রলীগের দুইগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এরপর একদল বহিরাগত কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এদিকে, হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে আকস্মিকভাবে কর্মবিরতিতে।