শাহাদৎ হোসেন লিটন ঢাকাই চলচ্চিত্রের দক্ষ নির্মাতা।৫২টি সিনেমা পরিচালনা করেছেন নির্মাণ ক্যারিয়ারে।২৩টি সিনেমার নায়ক শাকিব খান এর মধ্যে। ‘অহংকার’ তার নির্মিত সর্বশেষ সিনেমা। অভিনয় করেন শাকিব খান গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায়ও।সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হতে পারেনি মুক্তির পর। নির্মাণ করতে দেখা যায়নি তাকে এর পর আর কোনো সিনেমা।
এখন পুরোদস্তুর ব্যবসায়ী গুণী এই নির্মাতা। ব্যবসাকে ঘিরে মনোযোগ।গাড়ির শো-রুম দিয়েছেন নির্মাতা লিটন রাজধানীর গুলশানে ‘কিংস রাইডস অটো কালেকশন’ নামে। সেখানে বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি করে থাকেন তিনি জাপানি রি-কন্ডিশন ছাড়াও। লিটন বলেন, চলচ্চিত্রের বাজার ভালো না বর্তমানে। পরোপুরি মনোযোগ দিচ্ছি তাই ব্যবসার দিকে। শো-রুমে বসি প্রতিদিন। সিনেমা বানাতে চাই না ওইসব গড়পড়তার।ইচ্ছে করে না এখন আর সিনেমা বানাতে।নেই কোনো আগ্রহও। চলচ্চিত্র যাচ্ছে খারাপ একটা সময়ের মধ্য দিয়ে। হারাতে চাই না যে সম্মানটুকু অর্জন করেছি।এখানে ভালো আছি, আমি ব্যবসা নিয়ে আছি।’
চিত্রপরিচালক রানা মাসুদের সহকারী হিসেবে কাজ শুরু করেন শাহাদৎ হোসেন লিটন। চিত্রপরিচালক হিসেবে তার অভিষেক ঘটে ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে। এই নির্মাতার অবদান কম নয় শাকিব খানের সফলতার পেছনে! তার প্রায় সব সিনেমাই ব্যবসাসফল শাকিবকে নিয়ে নির্মিত। এই পরিচালকের শাকিব খানকে নিয়ে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘কাবিন নামা’, ‘প্রেমে পড়েছি’, ‘বলো না কবুল’, ‘তোমাকে বউ বানাবো’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘টাকার চেয়ে প্রেম বড়’ প্রভৃতি।