প্রকৃতির বৈচিত্র খুঁজতে ছুটে যান নগরবাউল জেমস সময়-সুযোগ পেলেই। এই রকস্টার সুযোগ পেলেই হাতে তুলে নেন ক্যামেরা সুরের রাজ্যে ঝড় তোলা। কনসার্ট করতে গিয়েও তিনি অনেক সময় প্রকৃতির মায়ায় পড়েছেন। গিটার রেখে ক্যামেরায় চোখ রেখেছেন সঙ্গে সঙ্গে। সুন্দরকে ফ্রেমবন্দি করার বাসনা তার চিরকালের। পোট্রেট ফটোগ্রাফিতে জেমসের দক্ষতা ইতোমধ্যেই ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
ভক্তদের চমকে দেন জেমস তার তোলা আলোকচিত্র প্রায়ই ফেসবুক পেজে পোস্ট করে। জেমস জয়া আহসানকে ক্যামেরাবন্দি করেন কিছুদিন আগে। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। এবার রকস্টার জেমসের ক্যামরায় ধরা দিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম। জেমস তার ফেসবুকে জেসিয়ার একটি ছবি পোস্ট করেছেন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)। এই ছবিতে খোলা চুলে ধরা দিয়েছেন জেসিয়া সাদা-কালো। তার চোখ থেকে অদ্ভূত এক সৌন্দর্যের দীপ্তি ছড়াচ্ছে। ভক্তরাও তার প্রশংসা করছেন। জেসিয়া তার ফেসবুকে আরেকটি ছবি পোস্ট করেছেন অন্যদিকে। ক্যাপশনে লিখেছেন—চিত্রগ্রাহক: রকস্টার মাহফুজ আনাম জেমস।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জেমস কিংবা জেসিয়া ছবিটি কবে কোথায় তোলা হয়েছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম ২০১৭ সালে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোচনায় উঠে আসেন তিনি। কারণ প্রথমে এতে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। তার মুকুট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্টরা কিন্তু তথ্য গোপনের অভিযোগে। পরে জেসিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে।