শোবিজ অঙ্গনের অনেকে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন শরীরি সৌন্দর্য বৃদ্ধির জন্য। মোটেও সংক্ষিপ্ত নয় এ তালিকা। ফার্নিচারওয়ালা সৌন্দর্য বৃদ্ধির জন্য তার নাকে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিলেন বলিউডের নবাগত অভিনেত্রী আলিয়া।
আলিয়া সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশেনে দেওয়া সাক্ষাৎকারে বলেন—হ্যাঁ, আমার নাকের উপরে একটি বাম্প রয়েছে। সার্জারি করে কেটে ফেলতে চেয়েছিলাম এটি। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। সবার মতো আমারও মনে হয়েছে, এটি করা উচিত, উচিত না। সবচেয়ে ছোট জিনিস এটি, মানুষ তা দেখতে পারে কিনা জানি না। বিশ্বের ক্ষদ্রতম জিনিসের মতো এটি।
কখনো তার নাকে ছুরি চালাতে চান না আলিয়া। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন—আমি কখনো এটি সার্জারি করাব না। খুবই অর্থহীন কাজ এটি। তখন এলোমেলো চিন্তা থেকে এমনটা ভেবেছিলাম। আলিয়া ফার্নিচারওয়ালা বলিউড অভিনেত্রী পূজা বেদির মেয়ে। সাইফ আলী খান, টাবু অভিনীত ‘জওয়ানি জানেমান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এটি মুক্তি পায় ২০২০ সালের ৩১ জানুয়ারি।