আর নেই তেলের জন্য হাহাকার সৃষ্টি করে পশ্চিমাদের মধ্যে কাঁপন ধরিয়ে দেওয়া সেই সৌদি তেলমন্ত্রী। শেইখ জাকি ইয়ামানির মৃত্যু হয়েছে মঙ্গলবার লন্ডনে ৯১ বছর বয়সে। বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ ইয়ামানিকে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। বাদশাহ ফয়সাল হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি ১৯৭৫ সালে। ওপেকের বৈঠক থেকে ইয়ামানিকে অপহরণ করেছিল কার্লোস দ্য জ্যাকেল নামে পরিচিত ইলিচ রামিরেজ সানচেজ ওই বছরই।
পরিচিত ছিল ইয়ামানি মার্জিত আচরণ এবং ট্রেডমার্ক দাড়ির জন্য। সৌদিকে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তার ২৪ বছরের মন্ত্রিত্বকালে। ‘তেলের ধাক্কা’ দিয়ে বৈশ্বিক মুদ্রাস্ফিতি সৃষ্টির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন সত্তরের দশকে। ১৯৮৬ সালে ইয়ামানিকে বরখাস্ত করা হয় অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রচেষ্টায় ব্যর্থতার কারণে।