ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই নিয়ে উত্তাপ ছিল সবজায়গায় কদিন আগেই। দেশ দুটি, তবে ফুটবল মাঠে নয়; টোকিও অলিম্পিকের ভলিবলে ম্যাচে আবারও মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে ব্রাজিল।
পুল দুই সেট পিছিয়ে থেকেও রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়ে পুরুষ ভলিবলে। আর্জেন্টিনা জয় পায় ২৫-১৯ ও ২৫-২১ ব্যবধানে প্রথম দুই সেটে। পরের দুই সেটে ব্রাজিল জেতে ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। চার সেট খেলার পর দুই দল ২-২ ব্যবধান নিয়ে সমানতালে লড়ছিল।
১৬-১৪ ব্যবধানে জিতে যায় ব্রাজিল ফল নির্ধারণী পঞ্চম সেটে। শেষপর্যন্ত ৩-২ সেটে জয় নিশ্চিত করে হাসি মুখেই মাঠে ছাড়ে দলটি।