আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে ৮ হাজার ৩২৯ জনের করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো। আরও ৩৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪২ হাজার ২৪৮ জন বাংলাদেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। আরও ৬৭৮ জন করোনামুক্ত হয়েছেন বাংলাদেশে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।