আরও একসপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার করোনার সংক্রমণরোধে চলমান লকডাউনের মেয়াদ। দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে এই সময়ের মধ্যে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে মঙ্গলবার (২৭ এপ্রিল)।
এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার (২৬) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে ।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয় করোনার সংক্রমণ রোধে। পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় লকডাউনের মধ্যে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে, লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয় করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায়।