গুঞ্জন উড়ছে অনেক দিন ধরেই, আমির খান ও রিনা দত্ত দম্পতির পুত্র জুনায়েদ খান বলিউডে পা রাখতে যাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে। শুটিং শুরু করেছেন জুনায়েদ খান সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
জুনায়েদ খানের বোন ইরা খান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন অন্যদিকে, আজ তার শুটিংয়ের প্রথম দিন। এই ছবিটি আমি খুব ভালোবাসি। গত কয়েক বছর ধরেই সে অভিনয় করছে। কিন্তু এটি আমার কাছে নতুন। সে আমার সঙ্গেও কাজ করেছে। আমি তার ছোট বোন, এটি বড় বিষয় অন্য সবকিছুর চেয়ে।
ধর্মীয় গুরু যদুনাথজি মহারাজের তার নারী ভক্তদের সঙ্গে যৌন কেলেঙ্কারির কথা ফাঁস করে দেন সাংবাদিক করসনদাস মুলজি ১৮৬২ সালে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ওই ধর্মীয় সংস্থা এরপর ওই সাংবাদিকের বিরুদ্ধে। গুজরাটি লেখক এবং সাংবাদিক সৌরভ শাহ এই ঘটনা নিয়ে ‘মহারাজা’ নামে একটি বই নিখেছিলেন। অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে চলচ্চিত্র আর এই বই থেকে। জুনায়েদ খান এই সাংবাদিকের চরিত্রেই অভিনয় করছেন। এই চলচ্চিত্রে আরো অভিনয় করছেন যশ রাজ ফিল্মস প্রযোজিত—শালিনি পান্ডে, শর্বরী ওয়াগ প্রমুখ। এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঠিক হয়নি।