গত মার্চে মাঝপথে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে জুনের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের থাবায়। ম্যাচগুলো হবে করাচিতে পুনর্নিধারিত সূচিতে। কিন্তু পাকিস্তানে সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত ছয় ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকে বাকি টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে পিসিবিকে অনুরোধ করেছে।
বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি গত সপ্তাহে। পিসিবিও তাদের অনুরোধ বিবেচনা করছে এবং বর্তমান পরিকল্পনা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সব দল ২৫ মের মধ্যে করাচিতে হাজির হবে এখন পর্যন্ত। সেখানে সাত দিনের কোয়ারেন্টাইন করবেন দলের সদস্যরা। শুরু হবে খেলা ২ জুন। ১৪ জুন পর্যন্ত ১৬টি লিগ ম্যাচ খেলা হবে। প্লে অফ হবে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত। ফাইনাল ২০ জুন।
কিন্তু দেশটিতে গত এক সপ্তাহের সংক্রমণ এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক গড়ে সাড়ে চার হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে। গত বছরের চেয়ে সংক্রমণের হার বেশ তীব্র। আংশিক লকডাউনও চলছে দেশের কয়েকটি অঞ্চলে। এমন অবস্থায় উদ্বিগ্ন ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট শুরু হয়েছিল ২০ ফেব্রুয়ারি এই বছরের। কিন্তু খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা আক্রান্ত হলে ১৪টি ম্যাচ হওয়ার পর তা স্থগিত করা হয়।