নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, আমরা সন্তুষ্ট এখন পর্যন্ত চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোট শেষে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে চতুর্থ ধাপের পৌর ভোটে নির্বাচন কমিশনের সন্তুষ্টির কথা জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
সচিব বলেন, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে পুরো দেশেই। আমরা নরসিংদীর চারটা ভোটকেন্দ্রে কিছু অনিয়মের কারণে প্রিসাইডিং কর্মকর্তা ভোট বন্ধ করে দিয়েছে। একটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে নোয়াখালীর সুনাইমুড়ীতে। শরীয়তপুরের ডামুড্যায় দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাতটি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বাকি ৫০৩টি কেন্দ্রে। এখন ভোট গণনার কাজ চলছে। তিনি বলেন নির্বাচন কমিশনকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন দিয়েছেন এবং গণমাধ্যমে যা দেখেছে কমিশন, তাতে আমাদের কাছে মনে হয়েছে, ভোট ভালো হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা।
অনেক জায়গায় রক্তপাত হয়েছে এবং এক জায়গায় একজন খুন হয়েছেন। এই ভোট ভালো হবে আপনারা তো প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা পূরণ হয়েছে? এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, পটিয়াতে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাতে একজন লোক মারা গেছে। আমাদের জন্য দুঃখজনক এটা নিঃসন্দেহে। এটি ঘটুক আমরা কেউ প্রত্যাশা করি না। প্রার্থীদের মধ্যে যে মারামারি হয়েছে ভোটকেন্দ্রের বাইরে, এটি ভোটকেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো ধরনের প্রভাব ফেলেনি। ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। বাইরের মারামারিতে এই লোকটি মারা গেছে ভোটকেন্দ্র থেকে। একজন মারা গেছে যে এলাকায় সহিংসতায়। সেই এলাকার ভোটে কীভাবে প্রভাব পড়েনি- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একটি প্রার্থীদের মধ্যে একটি বিচ্ছিন্ন ঘটনা এটি হলো। হয়ে গেছে হঠাৎ করে, মারা গেছে একজন লোক। কিন্তু যারা ভোট দেওয়ার, তারা তো ভোটকেন্দ্রে যাবে। মারামারি হয়েছে যে জায়গায়, ভোটাররা তো যাবে না সেই জায়গায়।