আবাসিক হলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয় খোলার আগে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন মঙ্গলবার (৯ মার্চ)।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন এ বিষয়ে, শুধু আবাসিক হল ও হোস্টেলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয় এ বিষয়ে। শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী গত ২২ ফেব্রুয়ারি দুপুরে জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে। ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।