শবনম বুবলী শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন। এই জুটি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ইদানীং শাকিব খান নয়, বরং অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।
নিরব-রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন বুবলী কিছুদিন আগে। এই অভিনেত্রী আবারো রোশানের সঙ্গে পর্দা শেয়ার করতে যাচ্ছেন। ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমায় দেখা যাবে তাদের। রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন বলে নিশ্চিত করেছেন ইকবাল সোমবার (৩ মে)।
প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী গত বছরের শুরুর দিকে। এরপরই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি। সম্প্রতি পুনরায় অভিনয়ে ফিরেছেন। রোশান ও নিরবের সঙ্গে ‘চোখ’ সিনেমার শুটিং করেন বুবলী কিছুদিন আগে।