আবারো শুটিং হাউজগুলো ব্যস্ত হয়ে পড়েছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর। গত ৬ জানুয়ারি হোতাপাড়ার খতিব খামার বাড়িতে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটির প্রথম অংশের কাজ শেষ হয় মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১টায়।
পুরো শুটিং ইউনিট ঢাকায় ফেরার কথা ছিল গতকাল রাতেই। কিন্তু শুটিং বাড়ির ভাড়া না দিতে পারায় আটক রাখে ‘বাংলার ভাবি’ সিনেমার শুটিং ইউনিটকে। খতিব খামার বাড়ির ম্যানেজার ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারুক বলেন, শুটিং শেষ হয় গতকাল রাতেই। একটানা শুটিং করেছেন তারা। এ পর্যন্ত শুটিং হাউজের ভাড়া এসেছে ১ লাখ ১৫ হাজার টাকা। কিন্তু এখনো ভাড়ার এক টাকাও পাইনি। টাকা না দেওয়ায় ইউনিট আটকে রেখেছি। ওমর সানি-মৌসুমী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বড়দা মিঠু, মেহেদী, আসমা ঝিলিক, সাগর প্রমুখ। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সায়মন তারিকের। পরিচালনার দায়িত্ব নেন নূর মোহাম্মদ মনি তিনি কাজটি ছেড়ে দেওয়ার পর।