আজ কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি বুধবার (২৮ এপ্রিল)। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, আকাশ মেঘলা রয়েছে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুই অঞ্চল ও তিন বিভাগে।
আবহাওয়াবিদ আরও জানান, দেশের সাত অঞ্চল ও পাঁচ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আকাশ মেঘলা থাকলেও। সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারাদেশের দিনের তাপমাত্রা প্রায়। তিনি আরও জানান, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে শেষের দিকে।