আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় অভিনেতা। তবে তার ক্রমশ উন্নতির দিকে শারীরিক অবস্থা। অক্সিজেন গ্রহণের সক্ষমতা বেড়েছে তার শরীরে। তবে এখনও জ্ঞান ফেরেনি বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী বলেন, ক্রমশ উন্নতির দিকে আজিজুল হাকিম ভাইয়ের শরীর। এখন ৪০ শতাংশ করে অক্সিজেন দেওয়া হচ্ছে। বাকি ৬০ শতাংশ তিনি নিজেই নিতে পারছেন। অনেক পজিটিভ বিষয় এটা। তবে সেন্স ফেরেনি। তার ফুসফুসে পানি জমেছে। এর চিকিৎসা চলছে।
নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিমেরও করোনা পজিটিভ ফল আসে গত ১০ নভেম্বর। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন চিকিৎসকের পরামর্শে। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় আইসিইউ হয়ে লাইফ সাপোর্টে।
আজিজুল হাকিম ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন। আরণ্যক নাট্যদলে যোগ দেন ১৯৭৭ সালে। তারপর তিনি অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।