অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের কাছে। তিনি একই সঙ্গে ইয়েমেন যুদ্ধে সৌদির পক্ষে দেওয়া মার্কিন সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছেন। তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ঘোষণার সময় বাইডেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৃহস্পতিবার। বাইডেন তার ভাষণে ইয়েমেনের যুদ্ধকে বলে মন্তব্য করেছেন‘মানবিক ও কৌশলগত বিপর্যয়’।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে ‘ইরানি সমর্থনপুষ্ট’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ২০১৫ সালে। পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ ইয়েমেন পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট বলে বর্ণনা করে আসছে। দেশটির মানুষ এখন খাদ্য সঙ্কটে ভুগছে ৮০ শতাংশ । তার নির্বাচনী প্রতিশ্রুতিতেই সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। সেই হিসেবে এই সিদ্ধান্তের বিষয়টি আগে থেকেই জানতেন সৌদি কর্তৃপক্ষ।
পররাষ্ট্রনীতি নিয়ে দেওয়া প্রথম বক্তব্যে বাইডেন বলেছেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে বৃহস্পতিবার। আমাদের অঙ্গীকার অনুযায়ী, ইয়েমেনে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হল, যার মধ্যে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়টিও থাকবে। তিনি বলেন, এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে তার, বিশ্ববাসীকে সুস্পষ্ট বার্তা দেওয়া যে, আমেরিকা ফিরে এসেছে।