রাজকুমার রাও বলিউড অভিনেতা। ইতোমধ্যে দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনয় দক্ষতায়। এই অভিনেতা জানিয়েছেন, তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেখে অনুপ্রাণিত হয়েই অভিনয় জগতে এসেছেন। রাজকুমার রাও বলেন, শাহরুখ স্যারের জন্য আমি অভিনেতা হয়েছি। পর্দায় তাকে দেখেই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার ইচ্ছা হয়েছে। আমার মিল খুঁজে পাই কারণ তার সঙ্গে। তিনি শিখিয়েছেন, যদি স্বপ্ন থাকে এবং কঠোর পরিশ্রম করা যায় তাহলে সেই স্বপ্ন সত্যি হয়। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে পর্দায় ও বাস্তবে।
‘ছালাং’ রাজকুমার রাও অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছালাং নিয়ে ভালো সাড়া পেয়েছি এবং আমি খুশি। সিনেমাটি তৈরি করেছি আমরা অনেক যত্ন নিয়ে। সবচেয়ে বড় কথা হ্যানসাল মেহতা স্যার এটির পরিচালক ও লাভ রঞ্জন এর প্রযোজক। কাজ করার অভিজ্ঞতা অসাধারণ তাদের সঙ্গে। ‘ছালাং’ সিনেমায় রাজকুমার ছাড়াও অভিনয় করছেন নুসরাত ভারুচা, মোহম্মদ জিসান আয়ুব, সৌরভ শুক্লা প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৩ নভেম্বর।