অপূর্ব-রানা যুগল নির্মাতা। ইতিমধ্যে বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন যৌথ পরিচালনায়। তারই ধারাবাহিকতায় এবার তারা ‘যন্ত্রণা’ নামের নতুন সিনেমায় নাম লেখান। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে এতে নায়ক হিসেবে নিয়েছেন। তবে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনই বলতে চাচ্ছেন না এর নির্মাতা। ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে এর দৃশ্যধারণ শুরু করা হয় বলে জানান পরিচালক অপূর্ব আজ ২৫ ফেব্রুয়ারি থেকে।
বাপ্পি চৌধুরী এ প্রসঙ্গে বলেন, রানা ভাইয়ের ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি অনেকদিন আগেই। দারুন সিনেমাটির গল্প। এর আগেও অপূব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। তাদের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। এবারের সিনেমাতেও দর্শক নতুন কিছু পাবেন আশা করছি। সিনেমার নায়িকা প্রসঙ্গে পরিচালক রানা বলেন, এখনও চূড়ান্ত হয়নি ‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা। বাপ্পিসহ অন্যান্য শিল্পীদের নিয়ে শুটিং শুরু করে দিয়েছি।
একটি সূত্রে জানা গেছে এদিকে, এর নির্মাতা ‘যন্ত্রণা’ সিনেমার নায়িকা চূড়ান্ত করেছেন। বর্তমান সময়ের একজন নায়িকাকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়। নায়িকার নাম ঘোষণা করা হবে সিনেমাটির প্রথম লট শুটিংয়ের পর। তারা এর আগে নায়িকার নাম প্রকাশ করতে চাচ্ছেন না।