জনপ্রিয় অভিনেত্রী অপি করিম কন্যা সন্তানের মা হয়েছেন গত ২৮ ডিসেম্বর। নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম দম্পতির এটি প্রথম সন্তান। রশ্মি রুয়াইদা করিম কন্যার নাম রেখেছেন। নির্ঝর এবার মেয়ের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন।
দিবাগত রাতে কন্যার ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এনামুল করিম নির্ঝর মঙ্গলবার (২৯ ডিসেম্বর)। ক্যাপশনে লিখেছেন স্কয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করেছি গত ২৮ ডিসেম্বর সকালে। এমন সময় বন্ধুর অগ্রজ ডাক্তার আলী ভাই জানালেন আমি কন্যা সন্তানের পিতা হয়েছি! আলহামদুলিল্লাহ! তারপর থেকে বিভিন্ন ব্যস্ততার কারণে অধিকাংশ ফোন কলই গ্রহণ করতে পারিনি। অত্যন্ত দুঃখিত এ কারণে।
সবার কাছে দোয়া চেয়ে নির্ঝর লিখেছেন আপনাদের সকলের শুভকামনার জন্য আমি এবং অপি আন্তরিকভাবে কৃতজ্ঞ! আল্লাহর অশেষ রহমতে কন্যা ও মা সুস্থ আছে। ছবিতে ছেলে রৌদ্র সাকিব করিম এবং নবজাতিকা কন্যা রশ্মি রুয়াইদা করিম! আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
ভালোবেসে ঘর বাঁধেন এনামুল করিম নির্ঝর ও অপি করিম ২০১৬ সালের ৭ জুলাই। পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয়ের জন্য অপি করিম ও ‘আহা’ সিনেমা পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে এ পুরস্কার লাভ করেন নির্ঝর ২০০৪ সালে।