অন্তত দুজন নিহত হয়েছেন ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে।স্থানীয় সংবাদমাধ্যম এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে এবং আরেক পুরুষের গলা কাটা হয়েছে বলে জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। এই হামলা শুরু হয় সকাল ৯টার দিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী। পুলিশ আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে এবং এলাকাটি দ্রুত ঘিরে ফেলে।
টুইটারে লিখেছেন নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি, ‘ঘটনাস্থলে আছি আমি তাদের (পুলিশ) সঙ্গে, গ্রেপ্তার করা হয়েছে আক্রমণকারীকে।এটা সন্ত্রাসী হামলা নতর-দেম দে নিসের বাসিলিসার এই ঘটনার সবকিছু দেখে আমরা নিশ্চিত।’ প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে ঘটনাস্থল এড়িয়ে চলতে। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার।
এই ঘটনা ঘটলো বিদ্রুপাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে এক ১৮ বছর বয়সী পাকিস্তানি দুজনকে ছুরিকাঘাতের পর। পুলিশের কাছে স্বীকার করেছে ওই ব্যক্তি, তার লক্ষ্যবস্তু ছিল মহানবীকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় ওই ম্যাগাজিন। শিক্ষক মতপ্রকাশের ক্লাসে মহানবীর কার্টুন প্রকাশ করে এ মাসের শুরুতে স্যামুয়েল প্যাটি নামের এক ফরাসি ইতিহাসের । ১৮ বছরের এক তরুণ এরপর তাকে হত্যা করে।