ধার্যকৃত ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)অপরিশোধিত সয়াবিন তেল ও পামওয়েল আমদানিতে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছেরোববার (১১ এপ্রিল)। এতে স্বাক্ষর করনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুমিন।
সেই বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নিতবে এই সুবিধা কত দিন পর্যন্ত কার্যকর থাকবে। জারিকৃত এস আরও নম্বর ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসক অধিকতর সংশোধন করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ৩০ জুন, ২০১৯ সালে।